২৯ জানুয়ারি ২০২১, ১৬:৫১

মাহবুব তালুকদারকে পদত্যাগের আহবান

মাহবুব তালুকদার ও ডা. জাফরুল্লাহ চৌধুরী  © সংগৃহীত

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এ আহবান জানান।

ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রশ্ন তুলে বলেন, এই নির্বাচন কমিশন থেকে শুধু ভাল কথা বলে তার লাভ কী? বরং পদত্যাগ করলে প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে উদাহরণ সৃষ্টি হবে। দেশবাসী বুঝবে একজন হলেও প্রতিবাদী কন্ঠস্বর আছে।

নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, এই কমিশন সিরিয়াল কিলার। এই সিরিয়াল কিলার নিরাপদে ঘুরে বেড়াবে এটা কি কখনো গ্রহণযোগ্য হতে পারে। সিরিয়াল কিলারের একটা মাত্র অবস্থান তাদেরকে ক্ষমতা থেকে বিদায় করে বিচারের আওতায় আনা। তাদের এই অন্যায় আচরণ, গণতন্ত্র হত্যার জন্য বারে বারে যখই চেষ্টা হয়েছে তখনই এই নির্বাচন কমিশন প্রতিটি ক্ষেত্রে কাজ করেছে।

তিনি বলেন, সংবিধান এটা কোনো পুথি নয়। সংবিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধর্মগ্রন্থের মত পবিত্র। এটা কেন পবিত্র কেন গুরুত্বপূর্ণ? এটা আমার অধিকারকে রক্ষা করে। আমার অধিকার কি অধিকার কিসের অধিকার? কে আমার দেশ চালাবে সেটা নির্ণিত করার অধিকার। আমার ভোটের অধিকার।