ব্র্যাকে যোগ দিলেন রায়হান

রায়হান কবির
রায়হান কবির  © ফাইল ফটো

বেসরকারি সংস্থা ব্রাকে চাকরি পেয়েছেন করোনাকালীন সময়ে মালয়েশিয়ায় অভিবাসীদের নিয়ে গণমাধ্যমে কথা বলে পুলিশের হাতে গ্রেফতার হওয়া রায়হান কবির। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) তিনি ব্রাকে যোগদানের নিয়োগপত্র পেয়েছেন।

জানা গেছে, ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামে ইনফরমেশন সার্ভিস সেন্টার অফিসার হিসেবে কাজ করবেন রায়হান কবির।

নিয়োগপত্র পাওয়ার পর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে রায়হান কবির বলেন, ‘প্রবাসীরা রেমিট্যান্স যোদ্ধা। বাংলাদেশের অর্থনীতিতে তাদের অর্জন অনেক। তারপরেও তারা প্রায়ই দুর্দশায় পড়েন। এই প্রবাসীদের জন্য কিছু করার ইচ্ছা ছিল অনেক আগে থেকেই। মালয়েশিয়াতেও সেটা করেছি। এখনো করবো।

প্রসঙ্গত, গত বছরের জুলাইয়ে আলজাজিরায় মালয়েশিয়ার অভিভাসীদের নিয়ে কথা বলেন রায়হান। তারই প্রেক্ষিতে দেশটির পুলিশ ২৪ জুলাই তাকে গ্রেফতার করে। ১৩ দিনের রিমান্ড শেষে মুক্তি পান রায়হান। এরপর দেশটির পুলিশ তাকে বাংলাদেশে ফেরত পাঠায়।


সর্বশেষ সংবাদ