স্কুল-কলেজ খুললে সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়, তথ্য সংগ্রহ মন্ত্রণালয়ের
প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তুরের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জন্য আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। তবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিষয়ে এখনো সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি। অবশ্য স্কুল-কলেজ খুললেই বিশ্ববিদ্যালয়গুলো নিজেরাই খোলার সিদ্ধান্ত নেবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে করোনাভাইরাস সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির পরামর্শ অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
জানা গেছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে জরুরি ভিত্তিতে কিছু তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, হলের আসন ও আবাসিক শিক্ষার্থীর সংখ্যাসহ বিভিন্ন তথ্য চাওয়া হয়েছে। ইতিমধ্যে সে তথ্য পাঠিয়েও দিয়েছে ইউজিসি। এরইমধ্যে বিশ্ববিদ্যালয়গুলোও খোলার প্রস্তুতি শুরু করেছে। পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ নানা কার্যক্রম চালাচ্ছে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষ। অবশ্য গত ডিসেম্বর থেকে অনেক বিশ্ববিদ্যালয়েই পরীক্ষাও নেওয়া হচ্ছে, তবে হল খোলেনি।
এ বিষয়ে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর গণমাধ্যমকে বলেন, ‘সরকার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার নির্দেশনা দিলে বিশ্ববিদ্যালয়গুলোও খুলবে।তারা নিজেরাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। আমরা শুধু বৈঠক করে পরামর্শ দেব। বিশ্ববিদ্যালয় খুললে হলও খুলতে হবে। আমার পরামর্শ থাকবে, একসঙ্গে না খুলে পর্যায়ক্রমে খুলতে।’ প্রথমে সীমিত আকারে খুলে পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শও দেন তিনি।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেছেন, ‘এ বিষয়ে সিদ্ধান্ত হলে আমরা সবাইকে জানিয়ে দেব।’ আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘সরকার স্কুল-কলেজ খুললে আমরাও বিশ্ববিদ্যালয় খুলে দেব। তবে সব শিক্ষার্থীকে একবারে বিশ্ববিদ্যালয়ে আনা সম্ভব হবে না। আমাদের এ সংক্রান্ত কমিটি রয়েছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করে শিক্ষাকার্যক্রম চালু করতে কমিটি কাজ করছে।’
আর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, ‘হল ও লাইব্রেরি পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখা হচ্ছে। সরকারি নির্দেশনা পেলে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে।’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপ-উপাচার্য অধ্যাপক আমির হোসেন বলেন, ‘সরকারি সিদ্ধান্ত হলে বিশ্ববিদ্যালয় খোলার প্রস্তুতি নেওয়া হবে।’ তবে পর্যায়ক্রমে খোলার সুযোগ নেই বলে জানান তিনি।