সাবেক শিক্ষা সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ স্থগিত

সাবেক সচিব এন আই খান
সাবেক সচিব এন আই খান  © ফাইল ফটো

সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়া পিকে হালদারের ‘সহযোগী’ ২৫ জনের নিষেধাজ্ঞা দিয়ে হাইকোর্টের আদেশ শুধু সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খানের (এন আই খান) ক্ষেত্রে স্থগিত করেছেন চেম্বার আদালত। রবিবার (২৪ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. নুরুজ্জামান ননী এই আদেশ দেন।

আদালতে এন আই খানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান।

গত ৪ জানুয়ারি পিকে হালদার কাণ্ডে সাবেক সচিব এন আই খানসহ ২৫ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। এই ২৫ জনকে প্রয়োজনে দুর্নীতি দমন কমিশন জিজ্ঞাসা করতে পারবে বলেও আদেশে বলা হয়।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। পরে এই আদেশ স্থগিত চেয়ে এন আই খানের পক্ষে আপিল বিভাগে আবেদন করা হয়।

সাড়ে ৩ হাজার কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়া পিকে হালদারের প্রতারণায় সহায়তাকারী ২৫ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে আবেদন করে ভূক্তভোগী বিনিয়োগকারীরা।

এই ২৫ জন হলেন- প্রতি সপ্তাহে পিকে হালদারের সঙ্গে যোগাযোগকারী হারুনুর রশিদ (ফাস ফাইনান্স), উজ্জ্বল কুমার নন্দী, সামি হুদা, অমিতাভ অধিকারী, অবন্তিকা বড়াল, শামীমা (ইন্টারন্যাশনাল লিজিং), রুনাই (ইন্টারন্যাশনাল লিজিং), এন আই খান (ইন্টারন্যাশনাল লিজিং), সুকুমার মৃধা (ইনকাম ট্যাক্স আইনজীবী), অনিন্দিতা মৃধা, তপন দে, স্বপন কুমার মিস্ত্রি, অভিজিৎ চৌধুরী, রাজিব সোম, ইরফান উদ্দিন আহমেদ চৌধুরী (সাবেক এমডি ব্যাংক এশিয়া), অঙ্গন মোহন রায়, নঙ্গ চৌ মং, নিজামুল আহসান, মানিক লাল সমাদ্দার, সোহেল সামস। এছাড়া পিকে হালদারকে বিভিন্নভাবে তথ্য দিয়ে সহযোগিতাকারী চারজন হলেন- মাহবুব মুসা, এ কিও সিদ্দিকী, মোয়াজ্জেম হোসেন ও লিলাবতী হালদার (পিকে হালদারের মা)।


সর্বশেষ সংবাদ