বারিন্দ মেডিকেলে ভারতীয় শিক্ষার্থীর আত্মহত্যা

শরীফ
শরীফ  © সংগৃহীত

রাজশাহতে হোস্টেল থেকে ঝুলন্ত অবস্থায় ভারতীয় এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই শিক্ষার্থীর নাম ইকবাল জাফর শরীফ (২৪)। তিনি বেসরকারি বারিন্দ মেডিকেল কলেজের শিক্ষার্থী।

শুক্রবার (২২ জানুয়ারি) রাতে মেডিকেল কলেজের হোস্টেলে শরীফের রুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

ইকবাল জাফর শরীফ ভারতের পশ্চিমবঙ্গের মোজাম্মেল হোসেন পিন্টুর ছেলে। ইকবাল বারিন্দ মেডিকেল কলেজের এমবিবিএস পঞ্চম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যার দিকে হোস্টেলের বেশিরভাগ শিক্ষার্থীই বাইরে যান। তবে নিজ রুমেই থেকে যান শরীফ। রাতে শরীফের সহপাঠীরা ফিরে তাকে সিলিং ফ্যানে ঝুলতে দেখেন। এরপর তারাই মরদেহ নামিয়ে বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুম মুনীর বলেন, ভারতীয় শিক্ষার্থীর আত্মহত্যার বিষয়টি তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠানো হয়েছে।


সর্বশেষ সংবাদ