রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে সবার আগে টিকা নিতে বললেন রিজভী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ জানুয়ারি ২০২১, ০৩:৪৬ PM , আপডেট: ২২ জানুয়ারি ২০২১, ০৩:৪৬ PM
ভারত থেকে আসা করোনা ভাইরাসের টিকা সবার আগে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে নেয়ার আহবান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।শুক্রবার (২২ জানুয়ারি) দুপুর ১২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, জনগনকে টিকা নিতে উৎসাহ দেয়ার জন্য অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরা নিজেরা সবার আগে টিকা নিচ্ছে। তাদের মতো আমাদের দেশের সাধারণ মানুষদের টিকার প্রতি আগ্রহ করে তুলতে ভারত থেকে আসা করোনা প্রথম টিকা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর নেয়া উচিৎ।
তিনি আরও বলেন, আমরা জেনেছি প্রধানমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে টিকাদান কর্মসূচির উদ্ভোদন করবেন। তবে আমরা চাই প্রধানমন্ত্রী টিকার প্রথম ডোজ নিক। সেটি সমস্ত টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হোক। আর যদি প্রধানমন্ত্রী টিকার প্রথম ডোজ না নেন, তাহলে জনগন বুঝে যাবে এটি আপনাদের ভণ্ডামি।