শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার নির্দেশনা চেয়ে রিট

সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্ট  © ফাইল ফটো

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেয়ার নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টে রিট করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল আব্দুল কাইয়ুম সরকারের পক্ষে আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী রিটটি দায়ের করেন।

রিটে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসন ছাড়াও মাধ্যমিকও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ গোলাম ফারুককে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছে, করোনা ভাইরাসের কারণে গত বছরের মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এ পর্যন্ত ১১ বার ছুটি বৃদ্ধি করা হয়েছে। দীর্ঘদিন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীদের উপর এর বিরূপ প্রভাব পড়ছে।

প্রসঙ্গত, গত ১১ জানুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে সরকারের প্রতি লিগ্যাল নোটিশ পাঠান আব্দুল কাইয়ুম সরকারের আইনজীবী। শিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদেরকে এ নোটিশ দেওয়া হয়েছিল।


সর্বশেষ সংবাদ