পলিটেকনিক শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে দুর্বৃত্তদের হামলা

হামলার মুহূর্ত
হামলার মুহূর্ত  © টিডিসি ফটো

চার দফা দাবি আদায়ে পলিটেকনিক শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দলোনে দুর্বৃত্তদের হামলার অভিযোগ উঠেছে। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় মৌলভীবাজার চৌমুহনায় এ ঘটনা ঘটে। এর আগে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে।

জানা গেছে, শিক্ষার্থীরা সকালে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে চৌমুহনা চত্তরে আসে। সেখানে তারা সড়কে অবস্থানের চেষ্টা করলে একদল দুর্বৃত্ত এসে তাদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় বিক্ষোভ মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় ।

শিক্ষার্থীরা জানান, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করার জন্য চৌমুহনায় যাই। এ সময় সেখানে একদল যুবক অতর্কিতভাবে আমাদের উপর হামলা চালায়। হামলায় আমাদের বেশ কয়েকজন সহপাঠী আহত হয়েছেন। দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলেও জানান তারা।

যে চার দাবিতে আন্দোলন করছেন পলিটেকনিক শিক্ষার্থীরা
১/ কোন ভাবেই ইয়ার লস মানি না এবং স্থগিত দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ পর্বের তাত্ত্বিক পরীক্ষাগুলোকে অটোপাস দিতে হবে।
২/ ১ম, ২য়, ৩য়, ৫ম, ও ৭ম পর্বের ক্লাস চালু করে শর্ট সিলেবাসে পরীক্ষা নিতে হবে।
৩/ সকল অতিরিক্ত ফি প্রত্যাহার করে এবং বেসরকারী পলিটেকনিক ফি অর্ধেক করা।
8/ সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা ছাত্রদের জন্য আসন বরাদ্দ করতে হবে।


সর্বশেষ সংবাদ