আজীবন নিষিদ্ধ অনন্য মামুন

অনন্য মামুন
অনন্য মামুন  © ফাইল ফটো

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি থেকে আজীবনের জন্য নিষিদ্ধ হয়েছেন নবাব এলএলবি’র পরিচালক অনন্য মামুন। ইতোমধ্যে তার পরিচালক সমিতির সদস্যপদ স্থায়ীভাবে বাতিল করা হয়েছে।

১৬ জানুয়ারি (শনিবার) সমিতির কার্যনির্বাহী বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অনন্য মামুনের সদস্যপদ স্থায়ীভাবে বাতিল করা হয়েছে। পরিচালক সমিতির নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছি আমরা।

প্রসঙ্গত, ‘নবাব এলএলবি’ সিনেমায় অশ্লীলতা এবং পুলিশকে হেয় করার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন অনন্য মামুন। এর আগে ২০১৭ সালে মানব পাচারের অভিযোগে মালয়েশিয়াতেও গ্রেপ্তার হয়েছিলেন তিনি।


সর্বশেষ সংবাদ