১৬ জানুয়ারি ২০২১, ১৬:১১

কোথাও ধানের শীষের এজেন্টকে দেখিনি: মাহবুব তালুকদার

মাহবুব তালুকদার  © ফাইল ফটো

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, সকাল থেকে যে কেন্দ্রগুলোতে আমি গিয়েছি সেগুলোর মধ্যে কেবল একটি কেন্দ্র ছাড়া কোথাও ধানের শীষের এজেন্ট দেখিনি।

শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে সাভার পৌরসভা নির্বাচনে কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাভার কলেজের কেন্দ্র এসে তিনি এ প্রতিক্রিয়ার কথা জানান।

মাহবুব তালুকদার বলেন, প্রথমত কেন্দ্রগুলো পরিদর্শন করে আমি কেবলমাত্র একটি কেন্দ্রে ধানের শীষের এজেন্ট দেখতে পেয়েছি। বাকি যে কেন্দ্রগুলোতে গিয়েছি কোথাও কোনো ধানের শীষের এজেন্টকে দেখিনি। দ্বিতীয়ত, আমি অনেক জায়গায় পোস্টার দেখেছি কিন্তু কোনো জায়গায় বিএনপির পোস্টার দেখিনি।

তিনি আরও বলেন, যেহেতু এবার অনেক পৌরসভায় ইভিএমএ ভোট হচ্ছে, সেহেতু সেই পৌরসভায় ভোটার উপস্থিতি একটু কম হতে পারে। আবার অনেক জায়গায় ব্যালটে ভোট হচ্ছে। সেখানে ভোটার বেশি হতে পারে। আমি চাইবো যেন ভোটার সংখ্যা বেশি থাকে। তবে এখন পর্যন্ত ভোটার সংখ্যা সন্তোষজনক নয়।