চেয়ারম‌্যানের ড্রাইভারের বিরুদ্ধে মাদ্রাসার কম্বল লুটের অভিযোগ

 আব্দুল মতিন
আব্দুল মতিন  © ফাইল ফটো

হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের মাঝে বিতরণের জন‌্য দেওয়া ১৩টি কম্বল লুটের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের গাড়ি চালকের বিরুদ্ধে। বুধবার নীলফামারীর ডোমারের পাঙ্গা চৌপথী এলাকার হাফিজিয়া মাদ্রাসা থেকে কম্বল নিয়ে যাওয়ার এই ঘটনা ঘটে।

ওই গাড়ি চালকের নাম আব্দুল মতিন। তিনি পাঙ্গামটকপুর ইউপি চেয়ারম্যান এমদাদুল হক এন্দার গাড়ি চালক ও ছাত্রলীগ নেতা। মতিন মটুকপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।

এ বিষয়ে ওই মাদ্রাসার মোহতামিম হাফেজ হাবিবুল্লাহ মেজবাহ বলেন, ইউপি চেয়ারম্যানের গাড়ি চালক গত বুধবার রাতে মাদ্রাসায় প্রবেশ করে চেয়ারম্যানের কথা বলে ছাত্রদের কাছ থেকে জোর করে ১৩টি কম্বল নিয়ে যান।

তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান এমদাদুল হক এন্দা। তিনি বলেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন আমাকে হেয় করার জন্য কম্বল লুটের ঘটনা সাজিয়েছে। এটি একটি ষড়যন্ত্র।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা শবনম জানান, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


সর্বশেষ সংবাদ