কচুয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শীতবস্ত্র বিতরণ
চাঁদপুরের কচুয়ায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভায় নিম্ন আয়ের মানুষের মাঝে সাড়ে সাত হাজার কম্বল বিতরণ করেন দলের তথ্য ও গবেষণা সম্পাদক ড۔ সেলিম মাহমুদ। গতকাল বৃহস্পতিবার দিনভর কচুয়া উপজেলার সাচার উচ্চ বিদ্যালয়, পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজ, পৌরসভার ফায়ার সার্ভিস স্টেশনের মাঠ, মনোহরপুর উচ্চ বিদ্যালয় এবং রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ প্রাঙ্গণে তিনি এই শীতবস্ত্র বিতরণ করেন।
ড۔ সেলিম মাহমুদ স্থানীয়দের উদ্দেশে বলেন, 'এই শীতবস্ত্র সামগ্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে আপনাদের জন্য উপহার হিসেবে এনেছি। শেখ হাসিনা এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে দিনরাত কাজ করে যাচ্ছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের মানুষের জন্য নিজের জীবন দিয়ে গেছেন। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মানুষকে সুখী করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন।'
সমবেত সবার কাছে প্রধানমন্ত্রীর জন্য দোয়া চান ড۔ সেলিম মাহমুদ। তিনি বলেন, 'বাংলাদেশেকে নিরাপদ রাখার জন্য বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার আরো বহু বছর বেঁচে থাকা দরকার।
এ সময় ড۔ সেলিম মাহমুদের সাথে ছিলেন চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র জিল্লুর রহমান জুয়েল, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর যুব লীগের সভাপতি মাহবুব আলম, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকার, যুগ্ম আহ্বায়করা এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারা।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শেষে কচুয়া পৌরসভা মেয়র নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সদ্য মনোনীত প্রার্থী নাজমুল আলম স্বপনকে সাথে নিয়ে ড۔ সেলিম মাহমুদ কচুয়া বাজারে এক নির্বাচনী মিছিলে অংশ নেন। মিছিল শেষে পৌরসভা প্রাঙ্গণে এক সমাবেশে তিনি মেয়র নির্বাচনে নৌকার প্রার্থীকে জয়ী করার জন্য সব নেতাকর্মীর প্রতি আহ্বান জানান।