স্বাধীনতার ৫০ বছরেও দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি: নুর
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, দেশে যদি গণতন্ত্র না থাকে তাহলে রাষ্ট্র ব্যার্থ হতে বাধ্য। আর সেজন্য স্বাধীনতার ৫০তম বছরে এসেও আমাদের ন্যায় বিচারের জন্য রাজপথে আন্দোলন করতে হচ্ছে।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীর শাহবাগে যুব অধিকার পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।
নুর বলেন, মানুষের অধিকার আদায়ে পাকিস্তানের আমলে আমাদের যেমন রক্ত ঝড়াতে হয়েছে, আজ স্বাধীনতার ৫০ বছর পরেও আমাদের অধিকার আদায়ে রাজপথে রক্ত ঝড়াতে হচ্ছে। পাকিস্তানি হায়েনাদের থেকে মুক্ত হয়ে আমরা কোন হায়েনাদের শাসনের মধ্যে পরলাম সেটি এখন ভাববার বিষয়।
বিক্ষোভ কর্মসূচীতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক মুহাম্মদ রাশেদ খাঁন, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহবান ফারুক হাসানসহ যুব ও ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।