মুক্তিযোদ্ধা সনদ বাতিল বঙ্গবন্ধুর খুনিসহ ৫২ জনের
মুক্তিযোদ্ধা সনদ বাতিল করে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি মোসলেহ উদ্দিন খানসহ ৫২ জনের। গত ৫ জানুয়ারি তাদের সনদ বাতিল করে গেজেট জারি করা হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৭০তম সভার সুপারিশ অনুযায়ী মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় গেজেট বাতিলের প্রজ্ঞাপন জারি করে।
জামুকার সভায় গত ১৯ নভেম্বর মোসলেহ উদ্দিনের সনদ বাতিলের সুপারিশ করা হয়। সঙ্গে আরও ৫১ জনের মুক্তিযোদ্ধার ভুয়া সনদ বাতিল করা হয়েছে। মোসলেহ উদ্দিনের গ্রামের বাড়ি নরসিংদী জেলার শিবপুর উপজেলার দত্তেরগাঁও গ্রামে। তার বাবা আবদুল হক খান। মোসলেহ উদ্দিনের গেজেট নম্বর ৬৪৩।
সেনা সদস্যদের হাতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নির্মমভাবে খুন হন। বঙ্গবন্ধু হত্যায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত চার খুনি বিভিন্ন দেশে পালিয়ে রয়েছেন। এরমধ্যে মোসলেহ উদ্দিন বঙ্গবন্ধুকে হত্যায় সরাসরি অংশ নেন। তিনি ভারতে আটক হয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল। তবে এর সত্যতার বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।