০৯ জানুয়ারি ২০২১, ১৬:০৩

কলাবাগানে স্কুলছাত্রী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন

মানবন্ধনে অংশ নেয়া ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা  © টিডিসি ফটো

রাজধানীর কলাবাগানে ইংলিশ মিডিয়াম মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেল (১০ম) শ্রেণির ছাত্রী আনুশকাহ নূর আমিনকে (১৮) ধর্ষণের পর হত্যার প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন করেছে জেলা ছাত্র ইউনিয়ন।

শনিবার (৯ জানুয়ারি) দুপুর ১২টায় শহরের পাঁচুরমোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন করে বাম ছাত্র সংগঠনটি। মানববন্ধন কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীসহ অভিবাবকরা অংশ নেয়।

ছাত্র ইউনিয়ন জয়পুরহাট জেলা সভাপতি রিফাত আমিন রিয়নের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা সাধারণ সম্পাদক তাসরিন সুলতানা, সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন, ছাত্র ফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ প্রমুখ।

বক্তারা বলেন, মাস্টারমাইন্ড স্কুলের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা রাষ্ট্রের লালন করা বিচারহীনতার ফসল। ধর্ষকদের শুধু গ্রেফতার করাই সমাধান নয়, গ্রেফতারের পরে তাদের দ্রুত ট্র্যাইবুনালে বিচার কাজ সম্পূর্ণ করতে হবে।

বক্তারা বলেন, সারাদেশে ধর্ষণ বেড়েই চলেছে, তার একমাত্র কারণ বিচারহীনতা। সারাদেশে নারী নির্যাতনকারী ও ধর্ষকদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির ব্যাবস্থা করতে সরকারের প্রতি আহবান জানানো হয়।