একটি মহল ভ্যাকসিন নিয়ে অপপ্রচার চালাচ্ছে: তথ্যমন্ত্রী
করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, করোনায় পথেঘাটে মানুষ মরে পড়ে থাকবে বলে যারা প্রচার করেছিল তারাই এখন আবার ভ্যাকসিন নিয়ে অপপ্রচার চালাচ্ছে।
আজ শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরে রংপুর সফরে এসে সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, করোনার ভ্যাকসিন নিয়ে কোনো শঙ্কা নেই, চুক্তি অনুযায়ী যথাসময়ে ভারত থেকে ভ্যাক্সিন আসবে। ভ্যাকসিন নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল তা নিয়ে সেরাম ইনস্টিটিউট বিবৃতি দিয়েছে এবং গণমাধ্যমে বিষয়টি পরিষ্কার করেছে।
তিনি বলেন, একই সাথে ভারতের স্বাস্থ্যসচিব নিশ্চিত করেছেন যে বাংলাদেশ চুক্তি অনুযায়ী যথাসময়ে করানোর ভ্যাক্সিন পাবে। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতও বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনায় মোকাবিলায় দেশের সফলতা তুলে ধরে মন্ত্রী বলেন, করোনা মোকাবিলায় বাংলাদেশের অবস্থান উপমহাদেশের মধ্যে সবচেয়ে ভালো। ব্লুর্মবার্গের রিপোর্ট অনুযায়ী, করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উপমহাদেশে বাংলাদেশ সব থেকে ভালো অবস্থায় রয়েছে।