শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই: ওবায়দুল কাদের
করোনার নতুন ধরনের সংক্রমণ ও বিশেষজ্ঞদের মতামত বিবেচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত নেবে সরকার। মঙ্গলবার এশিয়ান ইউনিভার্সিটির রজত-জয়ন্তীতে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, করোনা মহামারি বিশ্বকে থমকে দিয়েছে। এর নেতিবাচক প্রভাব শিক্ষাপ্রতিষ্ঠানেও পড়েছে। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান এখন বন্ধ রয়েছে। এ বিষয়টি শেখ হাসিনা সরকার সার্বক্ষণিক মনিটরিংয়ে রেখেছেন।
তিনি বলেন, করোনার নতুন ধরনের সংক্রমন এবং এর গতি প্রকৃতি বিবেচনা করে বিশেষজ্ঞদের মতামত নিয়ে সরকার শিগগিরই একটা সিদ্ধান্ত নেয়ার কথা ভাবছে। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগের বিষয়টি মাথায় রেখে সকলের জন্য নিরাপদ একটি পরিবেশ বিবেচনায় নিয়ে দেশরত্ন শেখ হাসিনা সময় মত সিদ্ধান্তটি আপনাদের জানাবেন।
করোনার বর্তমান পরিস্থিতে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে কাদের বলেন, একটু অপেক্ষা করুন; একটু ধৈর্য ধরুন। সে পর্যন্ত আমি সকলকে ধৈর্য ধরে অপেক্ষার পাশাপাশি করোনা প্রতিরোধ ব্যবস্থা হিসেবে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করছি।