নতুন বই পায়নি শেখ ফজিলাতুন্নেছা মাদ্রাসার শিক্ষার্থীরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ জানুয়ারি ২০২১, ০৫:৪০ PM , আপডেট: ০২ জানুয়ারি ২০২১, ০৫:৪০ PM
করোনা পরিস্থিতির কারণে এ বছর উৎসব না হলেও গতকাল শুক্রবার (১ জানুয়ারি) থেকেই স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। তবে এ কার্যক্রমের বাইরে থেকে গেছেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার তিন শতাধিক শিক্ষার্থী।
আজ শনিবার সকালে ওই প্রতিষ্ঠানে গিয়ে দেখা গেছে নতুন বই নেয়ার জন্য বিভিন্ন শ্রেণীর অনেক শিক্ষার্থী মাদ্রাসার মাঠে অপেক্ষা করছে। আবার কেউ কেউ খালি হাতেই ফিরে গেছেন বাড়ির উদ্দেশ্যে। এ ঘটনায় অভিভাবক ও শিক্ষার্থীর মাঝে ক্ষোভ বিরাজ করছে।
অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শিরিনা খাতুন ও সোহাগ মিয়া জানান, এরশাদুল স্যার নতুন বই দেয়ার কথা বলে পুরাতন বইগুলো নিয়ে এসেছেন। কিন্তু আমরা এখনো নতুন বই পাইনি।
অভিভাবক মোফাজ্জল হোসেন জানান, আমার মেয়ে বই নিতে এসে খালি হাতে ফিরে যায়। বাড়ি ফিরে নতুন বইয়ের জন্য কাঁদছিল।
এ বিষয়ে প্রতিষ্ঠানের এক গ্রুপের সুপারিনটেনডেন্ট শাহানুর আলমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করলেও কোন সাড়া পাওয়া যায়নি। অন্য অংশের সুপারিনটেনডেন্ট আমিনুল ইসলাম জানান, শিক্ষার্থীদের নতুন বইয়ের চাহিদা মাধ্যমিক শিক্ষা অফিসে জমা দেয়া হয়েছে। কিন্তু বই পাওয়া যায়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই জানান, ওই প্রতিষ্ঠানে দুই ব্যক্তি সুপারিনটেনডেন্ট পদের দাবিদার। এ কারণে প্রকৃত সুপারিনটেনডেন্টকে তার প্রয়োজনীয় কাগজপত্র আগামী ৭ জানুয়ারির মধ্যে দাখিল করতে বলা হয়েছে। না হলে আমি নিজেই গিয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করব।