শিক্ষার্থীদের বাড়ি বাড়ি নতুন বই পৌঁছে দিলেন শিক্ষকরা
করোনা পরিস্থিতির কারণে এ বছর উৎসব না হলেও গতকাল শুক্রবার থেকে স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এদিন হাতে নতুন বই পাওয়ার পর থেকে এর গন্ধে মেতেছেন দেশের বিভিন্ন বিভাগের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এদিকে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনা করে নিজ নিজ স্কুলে নতুন বছরের বই বিতরণ চললেও কুমিল্লার একটি এলাকায় যে সব ছাত্র-ছাত্রী বই আনতে স্কুলে যায়নি তাদের বই বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়েছেন শিক্ষকরা।
শুক্রবার (১ জানুয়ারি) কুমিল্লা শহরের চানপুর এলাকায় ভ্যানে করে বই পৌঁছে দেন কুমিল্লা হাইস্কুলের এক দল শিক্ষক। তালিকা ধরে বই বিতরণ করেন। যেসব এলাকায় ভ্যান নিয়ে যাওয়া সম্ভব হয়নি, সেসব এলাকায় হাতে করে বই নিয়ে যান শিক্ষকেরা।
বাড়ি বাড়ি গিয়ে বই দেওয়ার বিষয়ে কুমিল্লা হাইস্কুলের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির বলেন, করোনার কারণে এবার বই-উৎসব সেভাবে করা গেল না। তাই আমরা শিক্ষার্থীদের বাড়ি বাড়ি বই পৌঁছে দিচ্ছি।’
একই দিন কুমিল্লা মহানগর ও জেলার ১৭টি উপজেলার সব শিাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে আংশিক বই বিতরণ করা হয়েছে। গতকাল সকালে নগরের নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান শিক রোকসানা ফেরদৌস মজুমদার। এ বিদ্যালয়ে নবম, অষ্টম ও চতুর্থ শ্রেণির বই দেওয়া হয়।