নতুন বইয়ের গন্ধে মেতেছেন শিক্ষার্থীরা

প্রতীকী
প্রতীকী

করোনা পরিস্থিতির কারণে এ বছর উৎসব না হলেও আজ শুক্রবার (১ জানুয়ারি) থেকেই স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এদিন হাতে নতুন বই পাওয়ার পর থেকে এর গন্ধে মেতেছেন দেশের বিভিন্ন বিভাগের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সকাল থেকে বিতরণ শুরু হওয়া বই পেয়ে অনেক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠেই পড়তে বসে গেছেন। শঙ্কার পরেও যথাসময়ে বই পাওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি ভালো পড়ালেখার প্রতিশ্রুতি দিয়েছেন তারা।

নতুন বই পেয়ে ও দীর্ঘ নয় মাস পর সহপাঠীদের সঙ্গে মেশার সুযোগ পেয়ে অভিভূত তারা। এদিন সকালে রাজশাহী সরকারি পিএন বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন স্কুলের শিক্ষকরা।

নতুন বই পেয়ে সরকারি পিএন বালিকা উচ্চ বিদ্যালয়ের উচ্ছ্বসিত শিক্ষার্থী সানজিদা বলেন, ‘করোনার এই সময়ে নতুন বই পাবো কখনো ভাবতে পারিনি! অনেক দিন পরে সকল বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে স্কুলে এসে। নতুন বই অনেক ভালো লাগছে’।

শিক্ষার্থী শামিমা আখতার জানান, নয় মাস থেকে অনেক সহপাঠীদের সঙ্গে দেখা হয়নি। বই নিতে এসে অনেকের সঙ্গে দেখা হয়েছে। নতুন বছরে নতুই বইয়ের গন্ধ পেলাম।

রাজশাহী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সায়মা সুলতানা জানান, বই পাবো সেই টেনশনে রাতেই ঘুমই হয় নি। বাড়িতে নিয়ে গিয়ে বই পড়া শুরু করবো। আশাকারি বই নিয়ে খুব দ্রুত আবার আগের মতো স্কুলে ফিরতে পারবো। বই পাওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এই ক্ষুদে শিক্ষার্থী।

এর আগে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গণভবন থেকে ভার্চুয়াল এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন শিক্ষাবর্ষের বই বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার প্রায় সাড়ে ৪ কোটি শিক্ষার্থীর হাতে বিনা মূল্যে নতুন বই তুলে দিচ্ছে সরকার।

এদিকে এদিন সকাল থেকে রংপুর মহানগরীর বিভিন্ন স্কুলে বই বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন রংপুরের ডিসি আসিব আহসান। এসময় তার সাথে ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান সিদ্দিকসহ অন্যনারা।

রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন জানান, প্রথমে আমরা একটু শঙ্কিত ছিলাম। কিভাবে বই বিতরণ করবো প্রতিকূল পরিবেশে। কিন্তু পরে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আমরা প্রথম দিন থেকেই স্বাস্থ্য বিধি মেনে বই বিতরণ শুরু করেছি।


সর্বশেষ সংবাদ