আমাদের দরিদ্রতা জাদুঘরে চলে গেছে: আইজিপি
বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে জানিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, বিশ্বকে তাক লাগিয়ে দেশ উন্নয়নের মহাসড়ক দিয়ে এগিয়ে যাচ্ছে। এখন আমাদের দরিদ্রতা জাদুঘরে চলে গেছে।
বুধবার বিকেলে গাজীপুর পুলিশ লাইনে ভাস্কর্য ‘চেতনায় স্বাধীনতা’ উদ্বোধনকালে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. বেনজীর আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দারিদ্রপীড়িত মানুষ জাতিসত্বার বিকাশ ঘটিয়েছে। দীর্ঘ নয় মাসের লড়াই-সংগ্রামে বহুপ্রাণের বিনিময়ে আমাদের চেতনা বাস্তবায়ন হয়েছে। আমরা অর্থনৈতিক মুক্তি পেয়েছি। অশিক্ষা ও দারিদ্রতা এখন আমাদের কাছে কেবলই স্মৃতি।
আইজিপি বলেন, গাজীপুরের পুলিশ লাইনসে নির্মিত এই স্মৃতিসৌধের মাধ্যমে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। একই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ ইতিহাস পোড়ামাটির ফলকে তুলে ধরা হয়েছে।
তিনি বলেন, আমার বিশ্বাস এটি পুরো গাজীপুরবাসী তথা সারা বাংলাদেশের মানুষের কাছে তাৎপর্য বহন করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার। পরে অনুষ্ঠানে গাজীপুরের বিভিন্ন ইতিহাস তুলে ধরে পাঁচ মিনিটের একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর ডিআইজি হাবিবুর রহমানের বক্তব্য শেষে বেনজির আহমেদ ‘চেতনায় স্বাধীনতা’ স্মারক সৌধের উদ্বোধন ঘোষণা করেন।