বিএনপি প্রার্থীর সভায় সভাপতি হয়ে পদ হারালেন আ’লীগ নেতা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২০, ১১:০৮ AM , আপডেট: ২৭ ডিসেম্বর ২০২০, ১১:০৮ AM
বিএনপি প্রার্থীর নির্বাচনী সভায় সভাপতিত্ব করেছিলেন এক আওয়ামী লীগ নেতা। এ অভিযোগে শেষমেষ পদই হারাতে হলো তাকে। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফরোজ মিয়া চৌধুরীকে এ অভিযোগে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২৬ ডিসেম্বর) পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়ায় ওয়ার্ড আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী কনুকেও বহিষ্কার করা হয়েছে। তিনি আফরোজ মিয়া চৌধুরীর ছেলে। নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মোজাহিদ আহমেদ স্বাক্ষরিত চিঠিতেও তাদেরকে বহিষ্কারের কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়- দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে আফরোজ মিয়া চৌধুরী ও তার ছেলে আনোয়ার হোসেন চৌধুরী কনুকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে।
জানা যায়, আগামী ১৬ জানুয়ারি নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন যুবলীগের যুগ্ম আহবায়ক গোলাম রসুল চৌধুরী রাহেল। তার বিপক্ষে বিএনপির প্রার্থী পৌর বিএনপির সভাপতি ছাবির আহমেদ চৌধুরী। কিন্তু আফরোজ মিয়া চৌধুরী দলীয় প্রার্থীর সঙ্গে না থেকে বিএনপি প্রার্থী নাতির পক্ষে নির্বাচনী সভায় সভাপতিত্ব করেছেন।
এ বিষয়ে আফরোজ মিয়া চৌধুরী বলেন, ‘গ্রাম পঞ্চায়েতে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হিসেবে সভাপতিত্ব করেছি। বিএনপির প্রার্থীর পক্ষে সভাপতিত্ব করিনি।’ তার ছেলে আনোয়ার হোসেন কনু মিয়া বলেন, ‘আমি অনেক আগেই বিএনপিতে যোগ দিয়েছি। বর্তমানে ৩ নং ওর্য়াড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছি।’
নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মোজাহিদ আহমেদ বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আফরোজ মিয়া চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে। তার ছেলে আনোয়ার হোসেন চৌধুরী দলত্যাগ করে বিএনপিতে যোগ দেওয়ায় তাকেও বহিষ্কার করা হয়েছে।’