৪২ বিশিষ্ট নাগরিকের অভিযোগ ভিত্তিহীন: সিইসি
রাষ্ট্রপতিকে দেয়া ৪২ বিশিষ্ট নাগরিকের অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি বলেন, অসত্য তথ্যের ভিত্তিতে ইসির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেলে এমন মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের আবেদন করে দেশের ৪২ জন বিশিষ্ট নাগরিক। আর্থিক অনিয়ম, দুর্নীতি ও নির্বাচন সংশ্লিষ্ট গুরুতর অসদাচরণের অভিযোগ তুলে রাষ্ট্রপতির কাছে ১৪ ডিসেম্বর এ আবেদন করেন তারা।
অভিযোগে ৪২ জন বিশিষ্ট নাগরিক সংবিধানের ৯৬ অনুচ্ছেদের অধীনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন। এ বিষয়ে সরাসরি রাষ্ট্রপতির সঙ্গে কথা বলার জন্য সময় চেয়ে অনুরোধ করেছেন বিশিষ্ট নাগরিকরা।