২৩ ডিসেম্বর ২০২০, ২০:৫৯

৪২ বিশিষ্ট নাগরিকের বিবৃতি সরকারের বিরুদ্ধে আক্রোশের বহি:প্রকাশ

ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল  © ফাইল ফটো

বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে গুরুতর অসদাচরণ এবং দুর্নীতির অভিযোগ তুলে ৪২ জন বিশিষ্ট নাগরিক যে বিবৃতি দিয়েছেন, তা প্রায় গতানুগতিক সমালোচনার অংশ হিসেবে একটি দলের সরকারের বিরুদ্ধে আক্রোশ ঝাড়ছেন।

এমনটাই মন্তব্য করে তাদের উদ্দেশ্যে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, দেশের উন্নতি চাইলে উদ্দেশ্যমূলক সমালোচনার চাইতে গঠনমূলক সমাধান আর সমালোচনার জন্য গবেষণা করুন, কাজ করুন।

আজ বুধবার (২৩ ডিসেম্বর) রাতে ভেরিফাইড ফেসবুকে পেজের এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।

ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, কয়েকজন ব্যক্তি নাগরিক একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন নিয়ে কিছু দাবি তুলেছেন। একটি গণতান্ত্রিক দেশে যেকোনো ব্যক্তি যেকোনো বিষয়ে দাবি তুলতেই পারেন। উনাদের তোলা বাকস্বাধীনতা ও গণতন্ত্রহীনতার দাবিটি এই দাবি উত্থাপনের মাধ্যমেই অপ্রাসঙ্গিক বলে মনে হচ্ছে, অর্থাৎ এই সুনির্দিষ্ট অধিকার না যদি থাকতো তাহলে দাবি উত্থাপন করাতো যেত না!

“যারা এখন নির্বাচন কমিশনের বিষয়ে বলছেন, তাদের প্রতি অনুরোধ দেশের সরকারি বেসরকারি নানান প্রতিষ্ঠান আরো কিভাবে স্বচ্ছ হবে, নিয়মতান্ত্রিক হবে, দুর্নীতি সেখানে কিভাবে কমবে, এই বিষয়গুলো নিয়ে তারা কথা বললে দেশের ও দশের অনেক লাভ হতো। একদিনের গণতন্ত্র নিশ্চিত করলেই মানুষের অধিকার নিশ্চিত হয়না ভাগ্যের পরিবর্তন হয় না।”

তিনি বলেন, সুনির্দিষ্ট প্রতিষ্ঠান বা কার্যক্রম নিয়ে না বলে একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে বলে, প্রায় গতানুগতিক সমালোচনার অংশ হিসেবে একটি দলের সরকারের বিরুদ্ধেই তারা আক্রোশ ঝাড়ছেন নিয়মিত। দেশের উন্নতি চাইলে উদ্দেশ্যমূলক সমালোচনার চাইতে গঠনমূলক সমাধান আর সমালোচনার জন্য গবেষণা করুন, কাজ করুন।