আল্লামা শফীর মৃত্যু স্বাভাবিক: হেফাজত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২০, ০৬:৫৩ PM , আপডেট: ২৩ ডিসেম্বর ২০২০, ০৬:৫৩ PM
আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, হেফাজতের ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির প্রয়াত আল্লামা শাহ আহমদ শফীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। তবে এ মৃত্যু নিয়ে একটি কুচক্রি মহল মিথ্যাচার করে যাচ্ছে। তিন মাস পর ওই মহল তার মৃত্যুকে অস্বাভাবিক আখ্যা দিয়ে একটি মিথ্যা মামলাও করেছে। দায়েরকৃত মামলাটি ‘রাজনৈতিক চক্রান্ত’ এবং দেশের স্থিতিশীল অবস্থা বিনষ্ট করার দুরভিসন্ধি।
আজ বুধবার সকালে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মূঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বাবুনগরী বলেন, আল্লামা শফীর মৃত্যু নিয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। তারা হাটহাজারী মাদ্রাসার ছাত্র ও হেফাজতের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আজকের এই সংবাগদ সম্মেলন থেকে আমরা জোর দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে দায়েরকৃত এ মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। যদি এসব মামলা প্রত্যাহার করা না হয় তাহলে দেশের শীর্ষ উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে কঠোর পদেক্ষেপ নিতে বাধ্য হবো।
কুচক্রী মহল জনগণ থেকে প্রত্যাখ্যাত দাবি করে আল্লামা বাবুনগরী বলেন, এই মামলা মাদ্রাসার শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করা এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দকে হয়রানি করার হীন ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। এ কুচক্রী মহল নিজেদের কর্মফলের কারণে জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে ইসলামী নীতি ও আদর্শ থেকে বিচ্যূত হয়ে গেছে। এখন তারা আল্লামা শফির মৃত্য নিয়ে নতুন ফায়দা লুটার উদ্দেশ্যে চক্রান্তে নেমেছে।
বাবুনগরী অভিযোগ করে বলেন, এর আগে তারা আল্লাম শফীর লাশ নিয়েও নোংরা রাজনীতি করে ফায়দা হাসিলে ব্যর্থ হয়েছিল। আল্লামা শফীর জীবদ্দশাতেও তাকে জিম্মি করে তারা স্বার্থ হাসিলের চেষ্টা করেছিল। তারাই ওনাকে জিম্মি করে একের পর এক দুর্নীতি ও অনাচার চালিয়ে ওনার আকাশচুম্বী জনপ্রিয়তাকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করেছিল। মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও হেফাজত ইসলাম তাদের মিথ্যা মামলার মাধ্যমে ফায়দা হাসিলের সুযোগ দেবে না।