শীতার্তদের পাশে মানবিক ৩৮

দুঃস্থ ও অসহায় শীতার্তদের পাশে দাঁড়িয়েছে ৩৮তম বিসিএস থেকে বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্তরা
দুঃস্থ ও অসহায় শীতার্তদের পাশে দাঁড়িয়েছে ৩৮তম বিসিএস থেকে বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্তরা  © টিডিসি ফটো

দুঃস্থ ও অসহায় শীতার্তদের পাশে দাঁড়িয়েছে ৩৮তম বিসিএস থেকে বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্তরা। আজ শুক্রবার (১৮ ডিসেম্বর) দেশের ১৪টি জেলায় ‘সাহায্য নয় উপহার, পাশে থাকবো অঙ্গীকার/মানবতার মশাল জ্বেলে ৩৮তম পরিবার’, ‘৩৮ এর উপহার, উষ্ণতা হউক অধিকার’— প্রভৃতি স্লোগানকে সামনে রেখে তারা এই শীতবস্ত্র বিতরণ র্কমসূচি সম্পন্ন করেন।

জানা যায়, আড়াই হাজার কম্বল, ৩ হাজার মাস্ক আর দুই হাজারর অধিক পেট্রোলিয়াজ জেলি বিতরণ করেছেন তারা। গেজেট ও যোগদানের অপেক্ষায় থাকা কর্মকর্তাবৃন্দের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানয়িছেনে সমাজের সর্বস্তরের জনগণ।

৩৮তম বিসিএস পরিবারের উদ্যোগে ঠাকুরগাঁওয়ে শীতবস্ত্র বিতরণ

সাহায্য নয়-উপহার, পাশে থাকবো অঙ্গীকার; মানবতার মশাল জ্বেলে, ৩৮তম পরিবার- এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ১৫০টি পরিবারকে শীতবস্ত্র, মাস্ক ও পেট্রোলিয়াম জেলি বিতরণ করেছে ‘৩৮ বিসিএস ক্যাডার পরিবার (সুপারিশপ্রাপ্ত)’।

এদিন সকাল ১০টায় সদর উপজেলার আর. কে. স্টেট উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ৩৮তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত অর্জুন চন্দ্র রায় (কৃষি), ইফতিসাম প্রীতি (প্রশাসন), শুভ্র দেব (পুলিশ)।

প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘উত্তরের জনপদ ঠাকুরগাঁওয়ে শীতের প্রকোপ একটু বেশি। এমন অবস্থায় এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’

তিনি বলেন, আপনারা ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান, ঠাকুরগাঁওয়ের গর্ব। কর্মক্ষেত্রেও আপনারা মানুষের সাথে মিশে তাদের সেবা দিবেন। ৩৮তম বিসিএস ব্যাচের এই জনবান্ধব কার্যক্রম ভবিষ্যতেও যাতে অব্যাহত থাকে সেই কামনা করি।

আরিফুর রহমান বলেন, ৩৮তম বিসিএসে সুপাররিশপ্রাপ্ত ক্যাডারদের অর্থায়নে সারা বাংলাদেশে মোট ১৫টি জেলায় প্রায় ২০টি স্থানে শীতবস্ত্র বিতরণ করা হবে। এর সাথে দেয়া হবে ২১৫০টি পেট্রোলিয়াম জেলি এবং ৩০০০ মাস্ক। এরই অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের ১৫০টি পরিবারকে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।

শীতবস্ত্র পেয়ে এক বৃদ্ধা বলেন, ‘রাতে প্রচুর ঠাণ্ডা করে। দুই নাতিসহ খুবই কষ্টে থাকি। কম্বল পেয়ে খুব উপকার হইলো৷ আল্লাহ তোমাদের ভালো করুক।’

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বানী চৌধুরী ও আর. কে. স্টেট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান এবং সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক ও ৩৮তম বিসিএসে পররাষ্ট্র  মো. আরিফুর রহমান। এছাড়াও ৩৮তম বিসিএসে সুপাররিশপ্রাপ্ত ক্যাডারগণ ও বিদ্যালয়ের সহকারেই শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনায় ছিলেন মো. আলমগীর ইসলাম ও জিহাদুজ্জামান জিসান। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলো ঠাকুরগাঁও সরকারি কলেজ যুব সংগঠন বেতার শ্রোতা ক্লাবের সদস্যবৃন্দ।


সর্বশেষ সংবাদ