‘ভাস্কর্য ইস্যুতে হকের পথে আছেন মামুনুল’— নওমুসলিম যুবকের বার্তা

নওমুসলিম মুহাম্মাদ ও মামুনুল হক
নওমুসলিম মুহাম্মাদ ও মামুনুল হক  © টিডিসি ফটো

‘বাংলাদেশে চলমান ভাস্কর্য ইস্যুতে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক ন্যায়ের পথে আছেন। তার মাধ্যমে দেশে বর্তমানে হকের যে রাস্তা তৈরি হয়েছে তিনি সে রাস্তার নেতৃত্ব দিচ্ছেন। যারা পেছনে আছেন তাদের দায়িত্ব হচ্ছে তাকে সমর্থন দেয়া।’

এক ভিডিও বার্তায় এমনটিই বলেছেন সম্প্রতি মুসলিম হওয়া সত্যজিৎ রায় (মুহাম্মাদ) নামে এক যুবক। ভিডিও বার্তায় মুহাম্মাদ বলেন, মুসলিম ভাইদের প্রতি আহবান থাকবে, মামুনুল হক যে রাস্তায় সংগ্রাম করছেন যেখানে সবাই তাকে সহযোগীতা করুন। আমি আমার এ ভিডিওর মাধ্যমে মাওলানা মামুনুলকে হককে পুরোপুরি সমর্থন করছি।

বাংলাদেশ বর্তমানে খারাপ সময় পার করছে উল্লেখ করে ভিডিও বার্তায় মুহাম্মাদ বলেন, এ দেশে মানুষ দলে দলে কাফের হয়ে যাচ্ছে। এখনো দাজ্জাল আসেনি, কিন্তু দাজ্জাল আশার প্রতীকগুলো এখনি আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন। কোরআনে বলা আছে, দাজ্জাল আসলে সম্পদ-ক্ষমতার লোভে মানুষ দলে দলে কাফের হয়ে যাবে। কিন্তু ভাস্কর্য ইস্যুতে বর্তমানে এ নজীর বাংলাদেশে প্রকাশ হতে শুরু করেছে।

পড়ুন: ভাস্কর্য ইস্যুতে নওমুসলিম যুবকের স্ট্যাটাস ভাইরাল

মূর্তি-ভাস্কর্যের পার্থ্যক্য তুলে ধরে তিনি বলেন, আগে আমাদেরকে ভাস্কর্য এবং মূর্তির মধ্যে পার্থক্য জানতে হবে। ইসলামের দৃষ্টিতে ভাস্কর্য এমন একটি স্থাপনা যেটা হবে কোন প্রাণী ছাড়া অন্যকোন বস্তুর আকৃতির মত। কিন্তু যখন কোন প্রাণীর মূর্তি বানাবেন; এরপর এটাকে আপনি যতই ভাস্কর্য বলে দাবি করেন না কেন- মূর্তিকে ভাস্কর্য বলে প্রমাণ করতে পারবে না।

‘‘সত্য সবসময় সত্য থাকবে। কোরআনে বলা আছে, সত্য একসময় না একসময় প্রকাশ পাবেই। কোরআন-হাদীসেও মূর্তি-ভাস্কর্য নিয়ে পরিষ্কার বলা হয়েছে। কোরাআন ও হাদীসের দলীল দ্বারা এটি হারাম প্রমাণিত হয়েছে। যারা এসব কোরআনের আয়াত এবং হাদীসকে অস্বীকার করবে তারা মূলত হারামকে হালাল হিসাবে প্রমাণিত করার চেষ্টা করবে। এর মাধ্যমে সে কুফরীতে লিপ্ত হয়ে গেল।’’

মুসলিমদের জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান মুসলিমদের এ পরিণতির মূল কারণ হচ্ছে জ্ঞান না থাকা। আমরা মূলত বর্তমানে ইসলামকে বাদ দিয়ে মুসলিমকে অনুরসণ করছি। সৌদি আরবে ভাস্কর্য-মূর্তি বানানো হয়েছে; আমাদের দেশে বানালে কি সমস্যা।

নওমুসলিম মুহাম্মাদ বলেন, কেউ যদি ইসলামকে বাদ দিয়ে মুসলিমকে অনুরসণ করে তাহলে তার পথভ্রষ্ট হওয়া সুননিশ্চিত। বর্তমানে মুসলিমদের ইসলাম সম্পর্কে ধারণা খুবই কম। তা না হলে তারা এ অল্পতে কুফরে লিপ্ত হতো না। তাদের উচিৎ ইসলাম অনুসারী আলেম-ওলামাদের অনুরসণ করা।


সর্বশেষ সংবাদ