১৬ ডিসেম্বর ২০২০, ২০:৪৪

এফএমএফএস’র উদ্যোগে প্রাথমিক শিক্ষকদের মুক্ত আলোচনা

মুক্ত আলোচনায় বক্তব্য রাখছেন গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. গোলাম সামদানী ফকির  © টিডিসি ফটো

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন স্কুলের উদ্যোগে ‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়া প্রতিবন্ধকতা ও সমাধানের উপায়’ শীর্ষক মুক্ত আলোচনা অনুুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন স্কুলে এই আলোচনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য ও ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন স্কুলের সভাপতি প্রফেসর ড. মো. গোলাম সামদানী ফকির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. খোরশেদ আলম।

প্রধান আলোচকের বক্তবে প্রফেসর ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, করোনাকালীন আমরা সবাই একটি নতুন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। এই অবস্থায় শিক্ষকদেরও শিখন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত হতে হবে। তা না হলে তারা শিক্ষার্থীদের শেখাতে পারবে না। শিক্ষা কর্মকর্তা কিংবা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুধু দিক নির্দেশনা দিতে পারে। শেখা এবং শেখানোর কাজটি কিন্তু শিক্ষকদেরই করতে হয়।

শিখন প্রক্রিয়ার জন্য তিনটি পদ্ধতি অনুসরণ করতে হবে জানিয়ে তিনি আরও বলেন, প্রথমত যে বিষয়গুলো আমরা পড়াই সেগুলো আগে নিজেদের ভালোভাবে আয়ত্ব করতে হবে। দ্বিতীয়ত সাবজেক্টটি ডেলিভারি দেয়ার পদ্ধতি। কোন পদ্ধতি অনুসরণ করে শিক্ষার্থীদের পড়ালে তারা বিষয়টি ভালো করে বুঝতে পারবে সেই বিষয়ে আমাদের জানতে হবে। আর তৃতীয় হলো টেকনোলজি। এই তিনটি বিষয়ের ওপর যে যত বেশি দক্ষতা অর্জন করবে সে তত বেশি এগিয়ে যাবে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. খোরশেদ আলম বলেন, করোনার আগের পরিবেশ এবং করোনাকালীন শিক্ষার পরিবেশ আলাদা। সে হিসেবে শিক্ষণ-শেখানো পদ্ধতিতেও নানা পরিবর্তন এসেছে। নতুন পদ্ধতিতে শিক্ষক ও শিক্ষার্থী- উভয়কেই খাপ খাইয়ে নিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উম্মে সালমা এবং ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন স্কুলের ট্রেজারার ইঞ্জিনিয়ার আব্দুল কুদ্দুস ফকির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুন নুর।

মুক্ত আলোচনায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ২২টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন স্কুলের সহকারী শিক্ষকরা অংশ নেন।