১৬ ডিসেম্বর ২০২০, ১১:১৩

পটুয়াখালীতে প্রথম স্বাধীন বাংলার পতাকা উত্তোলনকারী আর নেই

মুক্তিযোদ্ধা আলতাফ হায়দার  © ফাইল ফটো

পটুয়াখালী জেলা শহরে ১৯৭১ সালের ৮ ডিসেম্বর প্রথম লাল-সবুজ পতাকা উত্তোলনকরী মুক্তিযোদ্ধা আলতাফ হায়দার আর নেই। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাত ৯টা ৫০ মিনিটে মির্জাগঞ্জ উপজেলার দেউলি গ্রামে ইন্তেকাল করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি, বয়স হয়েছিল ৮৩ বছর।

আলতাফ হায়দার স্ত্রী, ছয় মেয়ে, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মির্জগঞ্জ থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বুধবার (১৬ ডিসেম্বর) বিকেলে দেউলি গ্রামের পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্তানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

মুক্তিযোদ্ধা আলতাফ হায়দার মুক্তিযুদ্ধকালে ৯ নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার ছিলেন। পটুয়াখালী হানাদার মুক্ত হওয়ার দিনে ১৯৭১ সালের ৮ ডিসেম্বর শহরের আলাউদ্দিন শিশুপার্কে প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন করেন তিনি।