‘অধিনায়ক হিসেবে মুশফিক ভাই শাসন করতেই পারেন, ক্ষমা চাওয়ার কিছু নেই’
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ম্যাচ চলাকালে ভুল বোঝাবুঝিতে সতীর্থ নাসুম আহমেদকে গায়ে হাত তুলতে উদ্যত হওয়ার ঘটনায় ক্ষমা চেয়েছেন মুশফিকুর রহিম। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এমনকি ক্রিকেট ভক্তরাও নানা মন্তব্য করতে থাকেন এমন ঘটনায়।
আজ মঙ্গলবার(১৫ ডিসেম্বর) মুশফিকের পর এবার ফেসবুকে এ সংক্রান্ত পোস্ট দিয়েছেন ক্রিকেটার নাসুম আহমেদ। মুশফিকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে আর না বাড়ানোর অনুরোধ করেন তিনি। বিষয়টিকে স্বাভাবিক ঘটনা উল্লেখ করেন তিনি।
নিজের ফেসবুকে নাসুম লিখেন, ‘আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকাল ম্যাচের পর থেকে দেখতেছি আমাকে আর মুশফিক ভাইকে নিয়ে আপনারা যেগুলো লিখতেছেন এইগুলো কাম্য নয়, যেগুলো টিভি সেটে দেখছেন এইগুলা অন দ্য ফিল্ডে হতেই পারে, আমাদের মিস এফোর্টের মাত্রাটাও একটু বেশিই ছিল। গতকাল ম্যাচে পার্টিকুলারলি আমি মনে হচ্ছে এফোর্টলেস ছিলাম। মুশফিক ভাই অনেক সিরিয়াস ও ডেডিকেটেড ছিল ম্যাচে এবং আমার প্রতি এক্সপেকটেশনটাও বেশি ছিল টিমের। যাই হোক স্রেফ অন দ্য ফিল্ডের কাহিনী আমরা অন দ্য ফিল্ডেই শেষ করে নেই। কিন্তু উনার সাথে আমার অব দ্য ফিল্ডের বন্ডিংটা অনেক ভালো।’
তিনি আরো লিখেছেন, ‘এই টুর্নামেন্টে উনি আমাকে ইন্ডিভিজুয়ালি প্রচুর সময় দিয়েছেন কিভাবে ভালো করা যায় এবং দুর্বল দিকগুলো দ্রুত কাটিয়ে ওঠা যায়। আমাদের তেমন কিছু হয়নি, ম্যাচের পরে উনার সাথে অনেকবার কথা হয়েছে ড্রেসিংরুমে, টিম হোটেলে। আর উনি আমার বড় ভাইয়ের মত এবং টিম লিডার হিসাবে শাসন করতে পারেন। বাট ইটস ওকে। সো মাফ চাওয়ার প্রশ্নই আসে না। দয়া করে আমাদের এই ইস্যু নিয়ে তেমন কিছু লিখবেন না, আজ আমাদের গুরুত্বপূর্ণ খেলা আছে। সবাই দোয়া করবেন।’