১১ ডিসেম্বর ২০২০, ১৬:৫২

মামলার তথ্য-উপাত্ত দুর্বল, প্রাথমিক তদন্তেই খারিজ হয়ে যাবে: মামুনুল

মাওলানা মামুনুল হক  © ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ইস্যুতে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তা প্রাথমিক তদন্তেই খারিজ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। বৃহস্পতিবার গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি এমনটি জানিয়েছেন।

মাওলানা মামুনুল হক বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যুতে যে মামলা করা হয়েছে, তার তথ্য-উপাত্ত দুর্বল। প্রাথমিক তদন্তেই তা খারিজ হয়ে যাবে বলে আশা করছি।

তিনি বলেন, ইসলামের দৃষ্টিতে ভাস্কর্য ও মূর্তি একই জিনিস। মদিনা সনদের কোথাও ভাস্কর্য ও মূর্তিকে আলাদা বলা হয়নি। মুক্তিযুদ্ধ মঞ্চ নামের সংগঠনটি একটি সঠিক বিষয়কে ভিন্নভাবে ব্যাখ্যা করছে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। সরকার যদি আলেম-উলামাদের বাধা উপেক্ষা করে দোলাইরপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করে, তাহলে আমরা কিছুই বলব না, তবে মনে দুঃখ পাব।

বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতায় বক্তব্য দেয়ায় গত সোমবার ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে তার বিরুদ্ধে ‘রাষ্ট্রদ্রোহের’ দু’টি মামলা করা হয়। এর মধ্যে মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের মামলায় মামুনুলের সঙ্গে আসামি হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবুনগরী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম।

আর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি মশিউর মালেকের করা মামলায় আসামি শুধু মামুনুল হক, যিনি হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিবও।

মামলার বিষয়ে মামুনুল জানিয়েছেন, এ মামলার যে প্রেক্ষাপট তৈরি করা হয়েছে এর মাধ্যমে আমরা উদ্বিগ্ন। শুধু আমাকে নিয়ে নয়, মামলার বিবাদী অন্যদেরকে নিয়েও নয়; আমি উদ্বিগ্ন আমার প্রিয় ভূমি বাংলাদেশ এবং এর স্বার্থ নিয়ে। এ বিষয়ে আমার দ্যার্থহীন বক্তব্য হলো, এ মামলার মাধ্যমে আমরা বাংলাদেশবিরোধী একটি ষড়যন্ত্র এবং চক্রান্তের স্পষ্ট আভাস পাচ্ছি।