খাজা নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের নাম মুছে দিল ছাত্রলীগ
পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ রেলওয়ে নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাইনবোর্ড থেকে নাজিম উদ্দিনের নাম কালো কালি দিয়ে মুছে দিয়েছে ঈশ্বরদীর ছাত্রলীগ নেতাকর্মীরা।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেলে ঈশ্বরদীর পোস্ট অফিস মোড় হতে বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে ছাত্রলীগ নেতা-কর্মীরা শহরের লোকোরোডে অবস্থিত ওই স্কুলের নাম কালো কালি দিয়ে মুছে দেয়।
জানা গেছে, স্বাধীনতার পর অনেকবার রেলওয়ে কর্তৃপক্ষকে এই স্কুলের নাম পরিবর্তনের দাবি জানানো হলেও তারা কোনো উদ্যোগ নেননি। রাষ্ট্রভাষা বাংলার শত্রু হিসেবে পরিচিত নাজিম উদ্দীনের নাম গত ৬৮ বছর ধরে ঈশ্বরদীবাসী বয়ে বেড়াচ্ছিল। সেই কলঙ্ক ঘুচতেই আজ ছাত্রলগের নেতাকর্মীরা নাম ফলক মুছে দেয়।
এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনি, সাধারণ সম্পাদক সুমন দাস বলেন, স্কুলটির নাম পরিবর্তন করার প্রয়োজনীয় পদক্ষেপ আগামী রোববারের মধ্যে গ্রহণ না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।