প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় জাতীয়করণের দাবি

মানববন্ধনে উপস্থিত শিক্ষক-কর্মচারিরা
মানববন্ধনে উপস্থিত শিক্ষক-কর্মচারিরা  © সংগৃহীত

প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে মানবন্ধন করেছে গাইবান্ধা জেলার প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। রবিবার (২৯ নভেম্বর) গাইবান্ধা শহরের ডিবি রোড়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে তারা।

এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির আহবায়ক মো. আরিফুর রহমান, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আলী, মো. সোহেল মিয়া প্রমূখ।

মানববন্ধনে প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়গুলোকে দ্রুত স্বীকৃতি ও জাতীয়করণ, বিশেষ শিক্ষা নীতিমালা অনুযায়ী স্বীকৃতির তারিখ হতে শতভাগ বেতন ভাতা প্রদান ও ছাত্রছাত্রীদের শতভাগ উপবৃত্তি প্রদানসহ ৭ দফা বাস্তবায়নের দাবি জানান। মানববন্ধন ও সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।


সর্বশেষ সংবাদ