২৮ নভেম্বর ২০২০, ১৬:৩১
বঙ্গবন্ধুর ভাস্কর্য ঠেকানোর মতো কোনো শক্তি নেই: হানিফ
বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রতিষ্ঠিত হবেই। ভাস্কর্য নির্মাণ ঠেকানোর মতো কোনো শক্তি নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ। শনিবার (২৮ নভেম্বর) ঢাকার প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, আলেম-উলামা মাশায়েখের নাম দিয়ে কিছু লোক মাঠ উত্তপ্ত করছে, বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করছে। ইসলামে উগ্রবাদের স্থান নেই। তাদের কথার সঙ্গে ইসলামের কোনো মিল নেই।
তিনি আরও বলেন, যারা আবার শাপলা চত্বরের হুমকি দেয়, তাদের লজ্জা থাকা উচিত। লেজ গুটিয়ে পালিয়েছিল তারা, কোনো হুমকিতে কাজে আসবে না। সরকারের শক্তি সম্পর্কে তাদের ধারণা থাকা উচিত বলেও জানান তিনি।