মহাসড়কে থ্রি-হুইলার বন্ধে কঠোর অবস্থানে পবা হাইওয়ে পুলিশ

  © টিডিসি ফটো

রাজশাহীর পবা হাইওয়ে পুলিশ জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করতে আটক অভিযান পরিচালনা শুরু করেছেন। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী মহাসড়কে চলাচলরত নছিমুন, করিমুন, ভটভটি, থ্রি-হুইলার, ইজিবাইক, অটোভ্যানসহ সকল অবৈধ যানবাহন চলাচল বন্ধ করতে এই অভিযান পরিচালিত হচ্ছে।

বগুড়া রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায় ও পবা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মো. লুৎফর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এতে সহযোগী হিসাবে ছিলেন পুলিশের এসআই মো. শরিফুল ইসলাম।

পবা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মো. লুৎফর রহমান বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী জাতীয় ও আঞ্চলীক মহাসড়কে চলাচলরত নছিমুন, করিমুন, ভটভটি, থ্রি-হুইলার, ইজিবাইক, অটোভ্যানসহ সকল অবৈধ যানবাহন চলাচল বন্ধ করতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, মহামান্য হাইকোর্টের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ সংবাদ