ভাস্কর্যবিরোধী বিক্ষোভে পুলিশের বাধা

বায়তুল মোকাররম এলাকায় ভাস্কর্যবিরোধী বিক্ষোভে পুলিশি বাধার অভিযোগ
বায়তুল মোকাররম এলাকায় ভাস্কর্যবিরোধী বিক্ষোভে পুলিশি বাধার অভিযোগ  © সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যবিরোধী বিক্ষোভে পুলিশি বাধার অভিযোগ করেছেন হেফাজতে ইসলামের নেতারা। এসময় সংগঠনটির বেশ কয়েকজনে আটক করা হয়েছে বলে অভিযোগ তাদের। আজ শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইট থেকে ভাস্কর্যবিরোধী মিছিল বের করে সংগঠনটি।

এতে পুলিশ বাধা দিলে সেখানে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে কাকরাইলে পুলিশ লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এতে মিছিল পণ্ড হয়ে যায়। এ সময় মিছিলে হেফাজত অনুসারীরা ভাস্কর্য বিরোধী বিভিন্ন স্লোগানের পাশাপাশি ছাত্রলীগ ও আওয়ামী লীগ বিরোধী স্লোগানও দিতে থাকে।

ডিএমপির মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জাহিদুল ইসলাম বলেন, প্রতি শুক্রবার এলে বিভিন্ন সংগঠন প্রতিবাদ সমাবেশ বা মিছিল বের করতে আমাদের কাছে চিঠি দিয়ে অনুমতি চেয়ে থাকে।

তিনি বলেন, আজকে যারা মিছিল বের করেছে তারা কোনো অনুমতি নেয়নি। অনুমতি না নিয়েই তারা বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইট থেকে মিছিল বের করে। এমন অবস্থায় মিছিল থামাতে পুলিশ বাধা দিলে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে মিছিল ছত্রভঙ্গ করা হয়েছে।


সর্বশেষ সংবাদ