শেখ হাসিনার নেতৃত্বে মৌলবাদের কবর রচনা করব: রেজাউল

সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী
সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী  © সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মৌলবাদ, জঙ্গিবাদ ও ধর্মান্ধ শক্তির কবর রচনা করা হবে বলে মন্তব্য করেছেন সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী।

আজ শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অপসারণের হুমকির প্রতিবাদে অপরাজেয় বাংলা, চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

রেজাউল বলেন, এরা শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে নয়, জাতীয় পতাকা, জাতীয় সংগীত এমনকি বাংলাদেশের নাম পরিবর্তনেরও কথা বলেছে। বঙ্গবন্ধু এদেশ স্বাধীন করেছে তাই তাদের চোখে তিনি অপরাধী। মুক্তিযুদ্ধের এই বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমরা নেত্রীর নেতৃত্বে মৌলবাদ, জঙ্গিবাদ, ধর্মান্ধ শক্তির চিরতরে কবর রচনা করবো। এদের বাংলাদেশে স্থান নেই।

তিনি বলেন, অনেক জামায়াত-শিবির আওয়ামী লীগে ঢুকে পড়েছে। এ বিষয়ে সতর্ক থাকতে হবে। এদেরকে কোনো জায়গা দেওয়া চলবে না। এরা জাতশত্রু। এরা কোনোদিন মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নেতৃত্ব গ্রহণ করবে না। এরা কোনো ইসলামি দল নয়। এরা বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করছে।

সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সীমান্ত তালুকদার, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাংগঠনিক সম্পাদক ডা. এএনএম মিনহাজুর রহমান, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, টিভি জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক লতিফা আনসারী রুনা প্রমুখ।


সর্বশেষ সংবাদ