শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে অটো প্রমোশনের ব্যবস্থা: মিলন

ড. আ ন ম এহসানুল হক মিলন
ড. আ ন ম এহসানুল হক মিলন  © ফাইল ফটো

সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে অটো প্রমোশনের ব্যবস্থা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, এর মাধ্যমে দেশের শিক্ষাকে ধ্বংস করে প্রতিবেশী দেশের আয় বাড়ানোর ব্যবস্থা করা হ‌চ্ছে।

আজ শনিবার (২১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা ব‌লেন।

এসময় বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে তিনি বলেন, ‘বেগম জিয়া নারী শিক্ষাসহ শিক্ষা ব্যবস্থার উন্নয়নে অবদান রেখেছিলেন। এই সরকার সেই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে অটো প্রমোশনের ব্যবস্থা করেছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জেনিটিক্যালি স্মার্ট। তিনি প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সন্তান। দেশ ও দেশের স্বাধীনতা রক্ষার জন্য তারেক রহমানের বিকল্প নেই, এটা সরকারের জন্য আতঙ্ক। এজন্য তাকে দেশে আসতে দেয়া হচ্ছে না, মিথ্যা মামলায় সাজা দেয়া হয়েছে, দেশে আসতে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে।’


সর্বশেষ সংবাদ