১০ ঘণ্টা ধরে বিদ্যুৎহীন সিলেটের পিডিবি ও পল্লী বিদ্যুতের গ্রাহকরা
টানা ১০ ঘণ্টা ধরে বিদ্যুৎ বিহীন অবস্থায় রয়েছেন সিলেটের সিলেটের পিডিবি ও পল্লী বিদ্যুতের গ্রাহকরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টা থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন এই দুই প্রতিষ্ঠানের গ্রাহকরা।
জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে সিলেটের কুমারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ পাওয়ার গ্রিড কম্পানির (পিজিসিবি) নিয়ন্ত্রণাধীন দুটি ট্রান্সমিটারে আগুন লেগে যায়। ফায়ার ব্রিগেডের ৫টি ইউনিট প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে জয়ন্ত কুমার নামে দমকল বাহিনীর এক সদস্য দগ্ধ হন। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিদ্যুৎ বিভাগের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়া এলাকাগুলোতে ২৪ ঘণ্টার মধ্যে পুনরায় বিদ্যুত সংযোগ দিতে দ্রুত কাজ চলছে। তবে একসঙ্গে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়তো সম্ভব হবে না। তবে দুইদিনের মধ্যে ক্ষতিগ্রস্ত সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ করার চেষ্টা করা হবে।
এ প্রসঙ্গে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সিলেটের উপ-পরিচালক শওকত হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সমিটারের জ্বালানি তেল থেকে এই আগুনের সূত্রপাত। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।
আগুন নিয়ন্ত্রণে আসার পর বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগের সিলেট কার্যালয়ের প্রধান প্রকৌশলী মোকাম্মেল হোসেন বলেন, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে অনেক সময় লাগবে। আগুনে গ্রিড লাইন ও ট্রান্সমিটার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশকিছু যন্ত্রপাতি পুড়ে গেছে। পিডিবি ও পিজিসিবি একসাথে এগুলো সংস্কারে কাজ করছে। ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি সংস্কার ও পরিবর্তন করতে হবে।