সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে মানববন্ধন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ নভেম্বর ২০২০, ১২:৩৩ AM , আপডেট: ১৮ নভেম্বর ২০২০, ১২:৫৪ AM
সড়ক দুর্ঘটনায় অষ্টম শ্রেণির এক ছাত্রী নিহতের প্রতিবাদে ও শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্ক পরার বিষয়ে সচেতন করতে মানববন্ধন করেছেন যশোরের বেনাপোলের রিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
জানা গেছে, সম্প্রতি বেনাপোলের নাভারন গার্লস স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী সামিয়া আক্তার শেফা ট্রাক চাপায় মারা যায়। দুর্ঘটনায় শেফাকে বহনকারী ভ্যানচালকও মারা যায়। এছাড়া করোনা থেকে বাচতে শিক্ষাপ্রতিষ্ঠানসহ অন্যান্য স্থানে মাস্ক পরে যাওয়ার বিষয়ে সচেতন করতে মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে বেনাপোল-কলকাতা সড়কে মানববন্ধনের আয়োজন করা হয়।
রিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইন্তাজুর রহমান বলেন, বেপরোয়া গাড়ি চালানোর প্রতিবাদসহ সাধারণ মানুষকে করোনা থেকে সচেতন করতে মাস্ক ছাড়া স্কুলসহ অন্যান্য জায়গায় যাতে প্রবেশ করতে না পারে সেজন্য এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে।