স্কুল খুলে ক্লাস-পরীক্ষা নেয়ায় জরিমানা

সোনামণি আইডিয়াল স্কুলে
সোনামণি আইডিয়াল স্কুলে  © ফাইল ফটো

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সোনামণি আইডিয়াল স্কুলে কোচিং ও স্কুলের পরীক্ষা গ্রহনের অপরাধে ওই স্কুল পরিচালকের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মেহেদী হাসান।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল খোলা রেখে ক্লাশ ও পরীক্ষা গ্রহণ করা হচ্ছে এমন অভিযোগ পেয়ে পুলিশ নিয়ে অভিযানে নামেন মেহেদী হাসান। সরেজমিনে অভিযোগের সত্যতা পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করেন তিনি। তাৎক্ষনিক ভাবে জরিমানার টাকা পরিশোধ করেন ওই স্কুলের প্রথান আলী আকবর।

এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানে অভিযান চালালে প্রতিষ্ঠানের ভিতরে ক্লাশ ও পরিক্ষা নেওয়ার সময় হাতে নাতে ধরা পরে। ওই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সরকারী নির্দেশনা না আসা পর্যন্ত স্কুল ক্লাশ-পরীক্ষা না নেয়ার জন্য মুচলেকা নেয়া হয়।

 


সর্বশেষ সংবাদ