শিক্ষার্থীদের ব্রডব্যান্ড ও ইন্টারনেট সার্ভিসগুলো ফ্রি দিতে হবে: মিলন

আ ন ম এহছানুল হক মিলন
আ ন ম এহছানুল হক মিলন  © ফাইল ফটো

চলমান পরিস্থিতি শিক্ষার্থীদের জন্য ব্রডব্যান্ড ও ইন্টারনেট সার্ভিসগুলো ফ্রিতে দেয়ার দাবি জানিয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (১৪ নভেম্বর) গণমাধ্যমের সাথে আলাপকালে এ দাবি জানান তিনি।

মিলন বলেন, আমাদের দেশের প্রেক্ষাপটে অনলাইন শিক্ষা একটি চ্যালেঞ্জ। ফলে যে গতিতে ভার্চুয়াল মাধ্যমে শিক্ষা কার্যক্রম চলছে, সেটিকে আরও ত্বরান্বিত করতে হবে। এছাড়া যে জায়গাগুলোতে অনলাইনে শিক্ষা দান সম্ভব নয় সেখানে বিকল্প পদ্ধতিতে পাঠদান করতে হবে। প্রয়োজনে স্কুলের ছাদ ও মাঠে ক্লাস নিতে হবে। এছাড়া তিনটি শিফটে ক্লাস নেয়া যেতে পারে।

তিনি আরও বলেন, চলমান পরিস্থিতি মোকাবেলায় উন্নত দেশগুলো কোন ধরনের মডেল অনুসরণ করেছে আমাদের সেটি দেখতে হবে। এখন কেউ চায় না অটোপাশ দিয়ে তাদের শিক্ষার্থীরা বিদেশে গিয়ে লেখাপড়া করুক। এডুকেশন হাব বলে যেসব দেশ আছে যেমন-আমেরিকা, ইউরোপ, কানাডা, ভারত, মালয়েশিয়া তাদের মডেল অনুসরণ করা যেতে পারে।