১৩ নভেম্বর ২০২০, ২৩:১৪

পররাষ্ট্র প্রতিমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম  © ফাইল ফটো

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ফেসবুক পাতায় এ খবর জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার সুস্থতা কামনায় সবার দোয়া চান তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জানান, বৃহস্পতিবার হাতে পাওয়া পরীক্ষার ফলাফলে প্রতিমন্ত্রীর করোনাভাইরাস পজিটিভ আসে। বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে আজ শুক্রবার নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে যেতে পারেননি প্রতিমন্ত্রী শাহরিয়ার।

এদিন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের নেতৃত্বে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা পাবনার ঈশ্বরদীতে ওই প্রকল্প এলাকা পরিদর্শনে যান।