১৩ নভেম্বর ২০২০, ১৬:০৫

শাহবাগে জড়ো হচ্ছে ৩৫ প্রত্যাশীরা

শাহবাগে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে ছাত্র কল্যাণ পরিষদের নেতাকর্মীরা  © টিডিসি ফটো

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে ‘শেকলবন্দী’ সমাবেশ করতে রাজধানীর শাহবাগে জড়ো হতে শুরু করেছেন বাংলাদেশ সাধারণ ছাত্র কল্যাণ পরিষদের নেতাকর্মীরা। শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টা থেকে শাহবাগে আসতে শুরু করেন তারা।

পরিষদের প্রধান সমন্বয়ক মুজাম্মেল মিয়াজী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজকের কর্মসূচির মাধ্যমে তারা তাদের আগের আল্টিমেটামের বিষয়ে অবস্থান জানাচ্ছেন। এ কর্মসূচির পরেও তাদের দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে আলোচনায় মধ্যমে বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে গতকাল বৃহস্পতিবার সংগঠনটি তাদের চার দফা দাবি পেশ করেন। দাবিগুলো হলো- চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করে ৩৫ বছরে উন্নীত করা; চাকরির আবেদন ফি কমিয়ে ৫০ থেকে ১০০ টাকার মধ্যে নির্ধারণ করা; চাকরির নিয়োগ পরীক্ষাগুলো জেলা কিংবা বিভাগীয় পর্যায়ে নেওয়া ও চাকরির নিয়োগ প্রক্রিয়া তিন থেকে ছয় মাসের মধ্যে সম্পন্ন করা এবং সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা।