নৌকা প্রতীকের ভোট এক লাখ ৮৮ হাজার, ধানের শীষের ৪৬৮
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ নভেম্বর ২০২০, ১১:০৯ PM , আপডেট: ১২ নভেম্বর ২০২০, ১১:০৯ PM
সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদরের একাংশ) আসনের উপনির্বাচনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী তানভীর শাকিল (জয়)। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।
সবগুলো কেন্দ্রের ভোট গণনা শেষে ঘোষিত ফলাফলে দেখা যায়, নৌকা প্রতীকের প্রার্থী তানভীর পেয়েছেন এক লাখ ৮৮ হাজার ৩২৫ ভোট। অন্যদিকে, বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সেলিম রেজা পেয়েছেন মাত্র ৪৬৮ ভোট।
আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। তবে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন প্রত্যাখ্যান করেন সেলিম রেজা। তিনি পুনরায় নির্বাচন দেয়ার দাবি জানান।
এর আগে সকালে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ শুরু হয়। শুরুতে ভোটকেন্দ্রে ভোটার ছিল কম। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন। তবে তখন ভোটারদের উপস্থিতি তেমন ছিল না বলে জানা গেছে। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোট দেয়ার হারও বাড়ে।