অন্তরালের বঙ্গবন্ধু জীবিত বঙ্গবন্ধুর মতোই শক্তিশালী: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একটি নাম নয়, একটি ইতিহাস। বঙ্গবন্ধু একটি প্রতিষ্ঠান, একটি সত্তা, একটি ইতিহাস। জীবিত বঙ্গবন্ধুর মতোই অন্তরালের বঙ্গবন্ধু শক্তিশালী। যতদিন বাংলাদেশ থাকবে, বাঙালি থাকবে, এদেশের জনগণ থাকবে, ততদিনই বঙ্গবন্ধু সবার অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন।
আজ সোমবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশনে স্মারক বক্তৃতায় রাষ্ট্রপতি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, বঙ্গবন্ধু ছিলেন এক বিশাল হৃদয়ের মানুষ। নিজে স্বপ্ন দেখতেন এবং মানুষকে স্বপ্ন দেখাতেন। দেশের মানুষের প্রতি তাঁর আস্থা, ভালোবাসা ও বিশ্বাস ছিল অপরিসীম। নিজের জীবন উৎসর্গ করে বাংলার মানুষের ভালোবাসার প্রতিদান দিয়ে গেছেন। ঋণী করে গেছেন বাঙালি জাতিকে।
রাষ্ট্রপতি তাঁর ভাষণে জাতির পিতার জন্ম থেকে শুরু করে কর্মময় জীবনের বিভিন্ন অবদান তুলে ধরেছেন। তুলে ধরেছেন বঙ্গবন্ধুর রাজনৈতিক সংগ্রাম, বাঙালি জাতির অধিকার আদায়ের প্রতিটি সংগ্রামে তাঁর নেতৃত্ব জেল-জুলুমের বিষয়ও। রাষ্ট্রপতির ভাষণে দেশ স্বাধীনের পর যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধুর কর্মসূচি বর্ণনা করেছেন।
ভাষণ শেষে আজকের (সোমবার) বৈঠকেই সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানাতে ১৪৭ বিধিতে প্রস্তাব তুলবেন। এই প্রস্তাবের ওপর আগামী তিন দিন আলোচনা শেষে তা গ্রহণ করা হবে।
মুজিববর্ষ উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ গত ২১ অক্টোবর এই বিশেষ অধিবেশন আহ্বান করেন। একাদশ সংসদের দশম এই অধিবেশন রবিবার শুরু হলেও বিশেষ অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম আজ সোমবার শুরু হলো। বৃহস্পতিবার পর্যন্ত বিশেষ অধিবেশনের কার্যক্রম চলবে। এরপর আগামী সপ্তাহে দুই/তিন বার্যদিবস সাধারণ বৈঠক আকারে চলার পর এ অধিবেশন শেষ হবে।