যৌন সহিংসতা বিষয়ে ক্রিমিনোলজী এসোসিয়েশনের আন্তর্জাতিক সেমিনার

  © সংগৃহীত

বাংলাদেশ ক্রিমিনোলজী অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘বাংলাদেশে নারীর বিরুদ্ধে যৌন সহিংসতা: সামাজিক ও আইনগত ব্যবস্থা’ শিরোনামে একটি ভার্চুয়াল আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) অনুষ্ঠিত এই সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্রিমিনোলজী এসোসিয়শনের সভাপতি ও চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজী এন্ড পুলিশ সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক আওরঙ্গজেব আকন্দের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওই বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজী এন্ড পুলিশ সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সুব্রত ব্যানার্জী। সেমিনারের শুরুতেই সভাপতি কর্তৃক উদ্বোধন ঘোষণার পর সংগঠনের সাধারণ সম্পাদক প্রফেসর ডঃ মোহাম্মদ বিন কাসেম সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।

সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সালমা আলী, সভাপতি বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি; মোঃ গোলাম রসূল, এমডিএস, একাডেমিক এন্ড রিসার্চ, পুলিশ স্টাফ কলেজ, বাংলাদেশ পুলিশ, শামীমা বেগম, পিপিএম, কমান্ডেন্ট ইনচার্জ, পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল, বাংলাদেশ পুলিশ; মোহাম্মদ আজিজ রহমান, ফ্যাকাল্টি, ডিপার্টমেন্ট অফ সোসিওলজি ইউনিভার্সিটি অফ ইউনিপেগ,কানাডা; রওশন সাদিয়া আফরোজ, ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া এবং পুলিশ সুপার, বাংলাদেশ পুলিশ; ইসরাত জাহান উর্মি, সিনিয়র স্টাফ রিপোর্টার, ডিবিসি নিউজ এবং উপস্থাপক, অন্যপক্ষ।

সেমিনারে এছাড়া উপস্থিত ছিলেন ক্রিমিনোলজি ও পুলিশ সায়েন্স, ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, পুলিশিংসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিপুল সংখ্যক শিক্ষার্থী, মানবাধিকার কর্মী, পুলিশ প্র্যাকটিশনার, সংবাদকর্মী  ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নারীর বিরুদ্ধে যৌন সহিংসতার পরিস্থিতি, সামাজিক ও আইনগত কারণ হিসাবে পুরুষতান্ত্রিক সমাজ ব্যাবস্থা, নারী বান্ধব আইনী ব্যবস্থার অনুপস্থিতি, নারীর বিরুদ্ধে যৌন সহিংসতার সামাজিক ও সাংস্কৃতিক গ্রহণযোগ্যতা, যৌন সহিংসতার ডার্ক ফিগার  পুলিশের তদন্তের বিভিন্ন সীমাবদ্ধতা,  সাইবার সহিংসতা, ফরেনসিক সাক্ষ্যর সঠিক প্রয়োগ না করা, বিচার ব্যাবস্থার সীমাবদ্ধতা উঠে আসে।

প্রতিকার হিসাবে বক্তারা সামাজিক সচেতনা বৃদ্ধি,  স্কুল, কলেজসহ শিক্ষাপ্রতিষ্ঠানে সঠিক যৌন শিক্ষা প্রদান, ভিকটিম সাপোর্ট, সাক্ষী সুরক্ষা আইন, সাক্ষ্য সমৃদ্ধ পুলিশিং, আইনের সীমাবদ্ধতা দূরীকরণ, পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থাকে প্রশিক্ষণ প্রদানসহ বিভিন্ন সামাজিক ও আইনগত সুপারিশ তুলে ধরেন। 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাংলাদেশ ক্রিমিনোলজী এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীতে ভোট অফ থ্যাংকস প্রদান করেন ডঃ মোহম্মদ শাহজাহান, পিপিএম, পরিচালক, রিসার্চ ও পাব্লিকেশন, পুলিশ স্টাফ কলেজ।

সেমিনারের সমাপনী বক্তব্য রাখেন সভাপতি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। এই সেমিনার আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা করেন বাংলাদেশ ক্রিমিনোলজী এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজী এন্ড পুলিশ সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জহিরুল ইসলাম ও গবেষণা প্রতিষ্ঠান এইচডিআরসির গবেষণা সহযোগী শেখ নূর নাহার।


সর্বশেষ সংবাদ