আল্লামা শফী শতাব্দীর শ্রেষ্ঠ ব্যক্তিত্ব: ইসলামী ঐক্যজোট
সদ্য প্রয়াত শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীকে (রহঃ) শতাব্দীর শ্রেষ্ঠ ইসলামী ব্যক্তি হিসাবে উল্লেখ করেছেন ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আব্দুর রকিব।
শনিবার ঢাকা ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে আল্লামা শাহ আহমদ শফী (রহঃ)-এর স্মরণে আয়োজি আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মাওলানা আব্দুর রকিব বলেন, ২০১৩ সালে নাস্তিক-মুরতাদদের অপতৎপরতা প্রতিহত করে তিনি গোটা বিশ্বে স্মরণীয় হয়ে আছেন। আগামী এক শতাব্দী পরও মানুষ তার বর্ণাঢ্য কর্মজীবন দ্বারা অনুপ্রাণিত হবে-ইনশাআল্লাহ। ইসলামবিরোধী অপশক্তির সাথে কোনোদিন তিনি আপস করেননি।
সভায় সংগঠনের সভাপতি মাওলানা মুহাম্মদ ইসমাইল বুখারীর সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জমিয়তে ওলামায়ে ইসলাম, বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রহিম ইসলামাবাদী, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল করিম প্রমুখ।