সাধ্যের সবটুকু দিয়ে রোগীদের সেবা দিন: শিক্ষা উপমন্ত্রী
সাধ্যের সবটুকু দিয়ে রোগীদের সেবা দিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার-নার্সসহ সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ও হাসপাতালটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি মহিবুল হাসান চৌধুরী নওফেল। বুধবার দুপুরে বৃহত্তর চট্টগ্রামের সবচেয়ে বড় এই সরকারি হাসপাতাল পরিদর্শনে আসেন নওফেল।
শিক্ষা উপমন্ত্রী বলেন, সরকার চিকিৎসা খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষায়িত ক্যান্সার ইউনিট নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে। এই ক্যান্সার ইউনিট চালু হলে বৃহত্তর চট্টগ্রামের মানুষ সহজে ক্যান্সারের চিকিৎসা পাবেন।
তিনি বলেন, ডাক্তার-নার্সসহ চিকিৎসা সেবার সাথে জড়িত সকলে স্বল্প সম্পদের বিপরীতে রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন, এটা আমি জানি। আপনাদের ধন্যবাদ। আমার অনুরোধ থাকবে, আপনার আপনাদের সাধ্যের সবটুকু দিয়ে সর্বোচ্চ সেবাটা অব্যাহত রাখবেন। সেবা নিতে আসা রোগীরা যাতে সর্বোচ্চ সেবাটা পান, সেদিকে লক্ষ্য রাখবেন।
বর্তমান সরকারের সময়ে চিকিৎসা ব্যবস্থার উন্নতি তুলে ধরে শিক্ষা উপমন্ত্রী বলেন, গত ১১ বছরে আওয়ামী লীগ সরকার চিকিৎসা খাতে প্রচুর বরাদ্দ দিয়েছে। এর সুফল সাধারণ মানুষ পাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিকভাবেই চান, চিকিৎসা ব্যবস্থার আরও উন্নয়ন হোক। প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় চট্টগ্রামে বিশেষায়িত ক্যান্সার ইউনিট হচ্ছে। এটা চালু হলে চট্টগ্রামের ক্যান্সার আক্রান্ত রোগীরা অনেক সুফল পাবেন।