বেড়া উপজেলা নির্বাচনে নৌকার প্রার্থী হতে চান সাইফুল ইসলাম
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ নভেম্বর ২০২০, ০৩:৩৩ PM , আপডেট: ০৪ নভেম্বর ২০২০, ০৫:০৬ PM
আসন্ন পাবনার বেড়া উপজেলা পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তরুন রাজনৈতিক ব্যক্তিত্ব এ্যাডভোকেট ডি. এম. সাইফুল ইসলাম।
তিনি বাংলাদেশ আওয়ামী আইনজীবি পরিষদের সদস্য ও কৈটলা ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক। এছাড়া তিনি আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল’র গবেষণা সহযোগী হিসেবে কাজ করেছেন। সেক্টর কমান্ডার ফোরামের সাথে কাজ করার দারুন অভিজ্ঞতার কথা আমাদের সাথে শেয়ার করেন I
আওয়ামী বৃটিশ ল স্টুডেন্টস ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি সাফিন আহমেদ বলেন, আমরা যখন সংগঠনটি প্রতিষ্ঠা করি সেই সময় সাইফুল তার মেধা এবং কর্মের মাধ্যমে যে অবদান রেখেছে তা নিঃসন্ধেহে কৃতিত্বের দাবি রাখে | ১/১১ নেত্রীকে যখন অবৈধ ভাবে আটক করা হয়েছিল তখন নেত্রীকে ভালোবেসে যারা শেখ হাসিনা মুক্তি সংগ্রাম পরিষদ গঠন করেছিল তাদের মধ্যে আমিও একজন ছিলাম | এ্যাডভোকেট সাইফুল বলেন, দলকে ভালোবাসি তাই যখন যেভাবে সুযোগ পাই দলের জন্য ভালো কিছু করার চেষ্টা করি |
শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিজিডি ইন জেনোসাইড স্টাডিজ ও ইংল্যান্ড এর ইউনিভার্সিটি অব ডার্বি থেকে এল এল এম ইন কমার্শিয়াল ‘ ল’ ডিগ্রী অর্জন করেন।
ইতোমধ্যেই তিনি বেড়া উপজেলার বিভিন্ন এলাকার মানুষের মাঝে একজন উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছেন। বেড়া উপজেলার সকল এলাকায় তিনি প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
ডি. এম. সাইফুল ইসলাম বলেন, কৈটলা ইউনিয়নের সম্ভ্রান্ত আওয়ামী পরিবারে আমার জন্ম। শৈশব থেকেই বাবার সাথে মিছিলে যাওয়ার মাধ্যমে আমার আওয়ামী রাজনীতির হাতেখড়ি। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, জনগণের পূর্ন অধিকার ফিরিয়ে দেওয়া, মাদক– সন্ত্রাস নির্মুল, গ্রুপিং মুক্ত আওয়ামী রাজনীতি প্রতিষ্ঠা করা ও জনগণের জন্য অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সাধন করাই আমার রাজনৈতিক উদ্দেশ্য। আমার নির্বাচনী এজেন্ডার অন্যতম একটি হচ্ছে বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বঙ্গবন্ধু দেশপ্রেম এবং রাজনীতি নিয়ে যে নীতি নির্দেশনা দিয়েছেন তা আমি নিজে অনুশীলন করতে চাই এবং তরুণ প্রজন্মকে অনুশীলনের জন্য উদ্বুদ্ধ করতে চাই।
তিনি আরও বলেন, রাজনীতি করে বিত্তবান হওয়ার কোন ইচ্ছা আমার নেই আমি চাই মানুষের জন্য কাজ করতে, মানুষের পাশে থাকতে। এ সময় তিনি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনকে বেড়া উপজেলাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা প্রদান করেন, প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও বাংলাদেশের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
বেড়া উপজেলার উপ-নির্বাচনে যারা বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছেন তারা সবাই অত্যান্ত দক্ষ ও সুপরিচিত রাজনৈতিক ব্যাক্তিত্ব বলে মন্তব্য করে তিনি সবাই একসাথে দলের জন্য কাজ করবেন বলে আশা প্রকাশ করেন। তিনি বলেন, করোনাকালীন সময় জননেত্রী শেখ হাসিনার গৃহিত সামাজিক ও মানবিক কার্যক্রম এবং কিছু অসাধু জনপ্রতিনিধি কতৃক তা লুন্ঠন আমাকে আবেগ আপ্লুত করে। শিক্ষাজীবনে দেশ ও বিদেশের মানুষে জীবনব্যবস্থা দেখে দেশের মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের চাবিকাঠি হিসেবে রাজনীতিই সবচেয়ে বড় ভুমিকা রাখতে পারে । সেই লক্ষ্যেই আমার এই রাজনৈতিক মাঠে নামা।
আসন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন কে সামনে রেখে বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করা হয়। তাদের মধ্যে কৈটলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শওকত ওসমান বলেন, রাজনীতিতে ডি. এম. সাইফুল এর মত তরুন, মেধাবী, শিক্ষিত ব্যক্তিদের প্রবেশ দেশের জন্য ইতিবাচক। সে আওয়ামী পরিবারের সন্তান।
ডি. এম. সাইফুল ইসলাম সম্পর্কে প্রশ্ন করা হলে নতুন ভারেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। কৈটোলা উনিয়নে বসবাসরত, এ্যাডভোকেট শহীদ বলেন, ডি. এম. সাইফুল কে সুযোগ দেওয়া হোক, তার মেধা এবং দক্ষতা সম্পর্কে আমি জানি সে শুধু একটি উপজেলা নয় এর চেয়ে যেকোনো বড় দায়িত্ব সে সমালোচনা বিহীনভাবে এবং দক্ষতার সাথে পালন করতে সক্ষম বলে আমি বিশ্বাস করি | তাদের মতামত থেকে বোঝা যায় মাঠ সমীক্ষায় অনেকটাই এগিয়ে তরুণ রাজনীতিবিদ ডি. এম. সাইফুল ইসলাম।
এ সময় তিনি বেড়া উপজেলাবাসীর কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। দল সর্বাপেক্ষা যোগ্য প্রার্থীকেই মনোনয়ন দিবেন বলে আমাদের অবগত করেন।